HighlightNewsদেশ

কৃষক আন্দোলনে প্রাণ হারালেন ৫৭ বছর বয়সী লখবীর সিং

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারালেন আরো এক কৃষক। পাঞ্জাবের লালিয়ানা গ্রামের বাসিন্দা ৫৭ বছর বয়সে লখবীর সিং বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, লখবীর সিং অন্যান্য আন্দোলনরত কৃষকদের সাথে ২ নভেম্বর বিক্ষোভ স্থলে পৌঁছেছিলেন।

প্রসঙ্গত, দিল্লির সীমান্তে কৃষকদের এই আন্দোলন চলাকালীন এখনো পর্যন্ত মোট ৭ জন কৃষকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বরজিন্দর সিং দিল্লি থেকে ফেরার সময় এবং ধনা সিং দিল্লির অভিমুখে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মারা গেছেন। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কৃষক গজন সিং। বুধবার মনসার গুজরন্ত সিং এবং মোদার গুরবচন সিংহও আন্দোলন চলাকালীন প্রাণ হারিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংগুজরন্ত সিং এবং গুরবচন সিংহের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

Related Articles

Back to top button
error: