প্রয়াত ওড়িয়া গায়ক মুরালি মহাপাত্র

ছবি সুত্রঃ Social News XYZ

টিডিএন বাংলা ডেস্ক: প্রখ্যাত ওড়িয়া গায়ক মুরালি মহাপাত্র রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গিয়েছে, ওড়িশার কোরাপুট জেলায় দুর্গাপূজার একটি অনুষ্ঠান চলাকালীন মঞ্চে গান গাইছিলেন মুরালি। গান গাইতে গাইতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর মুরলির পরিবারের সদস্যদের খবর দেন আয়োজকরা।