HighlightNewsদেশ

রাহুলকে সরকারি বাংলো খালি করার নোটিশ পাঠালো লোকসভা হাউজিং কমিটি

টিডিএন বাংলা ডেস্ক: রাহুলকে সরকারি বাংলো খালি করার নোটিশ পাঠালো লোকসভা হাউজিং কমিটি। লোকসভা হাউজিং কমিটির মতে, রাহুলকে ২২ এপ্রিলের মধ্যে ১২ তুঘলক রোডে তাঁর সরকারী বাসভবন খালি করতে হবে। অর্থাৎ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সংসদ সদস্য পদ ছাড়ার এক মাসের মধ্যে তাঁর সরকারী বাসভবন খালি করতে হবে। লোকসভা হাউজিং কমিটি রাহুলকে এই মর্মে নোটিশ জারি করেছে।

প্রসঙ্গত, সুরাট আদালত একটি মানহানির মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের শাস্তি দেয়। যার পরে, গত শুক্রবার তাঁর সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে।
এদিকে, আদানি মামলা নিয়ে সোমবার কালো পোশাক পরে এবং কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করেন বিরোধীরা। এই কর্মসূচিতে ১৭টি বিরোধী দল অংশগ্রহণ করে। সনিয়া গান্ধীও এদিন কালো পোশাক পরে সংসদে পৌঁছেছিলেন। অন্যদিকে, লোকসভাতেও তুমুল হট্টগোল করেন বিরোধী সাংসদরা। এমনকি, একজন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার আসনে পৌঁছে কালো কাপড় নেড়ে প্রতিবাদ দেখান। যার পরে, স্পিকার বৈঠক মুলতবি করে চলে যান। সকাল ১১টায় উভয় কক্ষের কার্যক্রম শুরু হতেই বিরোধীরা স্লোগান দিতে শুরু করেন। এই কারণে, রাজ্যসভার কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত এবং লোকসভার কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত স্থগিত করা হয়। রাজ্যসভার কার্যক্রম দুপুর ২টায় এবং লোকসভার কার্যক্রম বিকেল ৪টায় শুরু হলেও হট্টগোলের কারণে, মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।

Related Articles

Back to top button
error: