HighlightNewsদেশ

কর্ণাটকে রিজার্ভেশন ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বাড়িতে ছোঁড়া হল পাথর!

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার কর্ণাটকে রিজার্ভেশন ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বাড়িতে পাথর ছোঁড়া হয়। বানজারা এবং ভোভি সম্প্রদায়ের লোকেরা শিবমোগায় ইয়েদুরাপ্পার বাড়ি এবং অফিসের বাইরে সহিংস বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর, ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তফসিলি জাতি (এসসি)-কে দেওয়া সংরক্ষণ এই শ্রেণীর বিভিন্ন জাতিতে বিভক্ত করা হবে। বানজারা ও ভোভি সম্প্রদায় এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাঁদের দাবি, এতে তাঁদের সম্প্রদায়ের মানুষের প্রতি অবিচার করা হবে।

এদিকে, বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, “বানজারা সম্প্রদায়ের নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি দু-এক দিনের মধ্যে তাঁদের সাথে কথা বলব এবং তাঁদের মুখ্যমন্ত্রীর কাছেও নিয়ে যাব যাতে তাঁদের অভিযোগের সমাধান করা যায়। মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বানজারা সম্প্রদায়ের মানুষ আমাকে সমর্থন করেছেন। আমি এসপি ও ডিসিকে বলেছি কঠোর ব্যবস্থা না নিতে। আমি এই ঘটনার জন্য কংগ্রেস বা অন্য কাউকে দায়ী করব না।”

Related Articles

Back to top button
error: