HighlightNewsদেশ

লোকসভা-রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত মুলতবি: রাহুলের জন্য আমার বাংলো খালি করে দেব, তিনি চাইলে আমার কাছে আসতে পারেন, বললেন খড়গে

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার সংসদের কার্যক্রমের একাদশতম দিনেও লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।লোকসভায়, বিরোধী সাংসদরা কাগজপত্র ছিঁড়ে এবং স্পিকার মিঠুন রেড্ডিকে কালো কাপড় দেখান। এরপর দুপুর ২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। রাজ্যসভায়, বিরোধী সাংসদদের স্লোগানের কারণে চেয়ারম্যান জগদীপ ধনখর দুপুর ২টা পর্যন্ত হাউস মুলতুবি করেন।

গত ১০ দিনে সংসদে প্রায় কোনো কাজই হয়নি। বিভিন্ন সংবামাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সংসদের চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ৬ এপ্রিলের আগে দু-একদিনের মধ্যেই শেষ হতে পারে।
এদিন, বাংলো খালি করার জন্য রাহুল গান্ধীকে লোকসভা সচিবালয়ের নোটিশের বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “সরকার রাহুল গান্ধীকে দুর্বল করার জন্য সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা করবে। যদি তিনি বাংলো খালি করেন তবে তিনি তাঁর মায়ের সাথে বা আমার সাথে থাকতে পারেন। আমি একটা বাংলো খালি করব।”

এদিন, সংসদের কার্যক্রম শুরুর আগে বিজেপি সংসদীয় দল এবং বিরোধী দলগুলি পৃথক বৈঠক করে। সকাল সাড়ে ৯টায় শুরু হয় বিজেপির বৈঠক। সংসদ শুরুর দেড় ঘণ্টা আগে বিজেপি সংসদীয় কমিটির বৈঠক করে। যেখানে দলের সভাপতি জেপি নাড্ডা সব সাংসদ ও মন্ত্রীদের উপস্থিতিতে উত্তর-পূর্বে জয়ের পর প্রথমে প্রধানমন্ত্রীকে সম্মান জানান। এরপর, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের নেতাদের শক্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেন। মোদি বলেন, দল যত এগিয়ে যাবে, বিরোধীদের আক্রমণ ততই তীব্র হতে থাকবে।

এই বৈঠকে ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস নিয়েও পরিকল্পনা করা হয় বলেও জানা গিয়েছে। বিজেপি আগামী মাসে ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল অর্থাৎ বিআর আম্বেদকরের জন্মবার্ষিকীতে সামাজিক ন্যায়বিচার সপ্তাহ উদযাপন করবে।

অন্যদিকে, কংগ্রেস সকাল সরে দশটায় সমস্ত সাংসদের সাথে একটি বৈঠক করে যাতে কালো প্রতিবাদ চালিয়ে যাওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে কংগ্রেস সভাপতি মল্লকার্জুন খাড়গের অফিসে বিরোধী সাংসদের বৈঠক শুরু হয়। আজকের বৈঠকেও আদানি মামলায় জেপিসির দাবি এবং রাহুল গান্ধীর সদস্যপদ বাতিলের ইস্যুতে সরকারকে কোণঠাসা করার কৌশল নিয়ে আলোচনা হয়। তবে, শিবসেনা উদ্ধব গোষ্ঠী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই বৈঠকে অনুপস্থিত ছিল। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কংগ্রেস আজ সন্ধ্যায় দিল্লির লাল কেল্লা থেকে টাউন হল পর্যন্ত একটি মশাল মিছিল বের করবে, যাতে সমস্ত কংগ্রেস সদস্য অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: