HighlightNewsরাজ্য

জরিমানা বাবদ ১ কোটি টাকা আদায় করে ইতিহাস গড়লেন টিটি পিকে দাস

টিডিএন বাংলা ডেস্ক: ট্রেনের নিয়ম নীতি লঙ্ঘন করলেই করেছেন নিয়ম মেনে জরিমানা। আর এভাবেই মাত্র ৩০৫ দিনে ট্রেন যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ ১ কোটি টাকা আদায় করে ইতিহাস গড়লেন দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনে সাঁতরাগাছি স্টেশনে কর্মরত টিকিট চেকিং স্টাফ টিটি পিকে দাস। তার এই নিয়মানুবর্তীতা, দায়িত্ব পরায়নতায় খুশি রেল কর্তৃপক্ষ। তার এই রেকর্ড পরিমাণ জরিমানা আদায়ের জন্য তাকে সাধুবাদ জানিয়েছে, খড়গপুর ডিভিসনের ডিসিএম রাকেশ কুমার।

পিকে দাসের সহকর্মীরা জানিয়েছেন, নিয়ম নীতি নিয়ে তিনি অত্যন্ত সচেতন তিনি। নিজে সেচ্ছায় কখনও নিয়ম ভাঙেন না আর অন্য কেউ নিয়ম ভাঙলে কড়া হাতে আইন শৃঙ্খলার পাঠ পড়ান। টিকিট কেটে ট্রেনে ওঠাই নিয়ম। তার অন্যথা হবে কেন? কেউ বিনা টিকিটে ট্রেনে চাপলে নিয়ম মোতাবেক জরিমানা করতেন তিনি। ২০২৩ সালের ২৬ মার্চ পর্যন্ত এক কোটির জরিমানা আদায় করেছেন টিটি পি কে দাস।

পিকে দাস বলেন, “এটাই আমাদের কাজ। সাধারণ মানুষকে সচেতন হতে হবে। বিনা টিকিটে যাতায়াত করা আইনত অপরাধ। এরজন্য জরিমানাও ধার্য রয়েছে। কিন্তু, আমার মনে হয় সাধারণ মানুষ যদি একটু সচেতন হন সেক্ষেত্রে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব।” তাঁর আরও সংযোজন, “সকলের কাছে আর্জি জানাব আপনারা টিকিট কেটে ট্রেনে উঠুন। দেশের সচেতন নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব পালন করুন।”

Related Articles

Back to top button
error: