HighlightNewsদেশ

“মাদ্রাসায় শেখায় যে শিরশ্ছেদ ব্লাসফেমির শাস্তি”; উদয়পুরের হত্যাকাণ্ডের জন্য মাদ্রাসার শিক্ষাকেই দুষলেন কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ

টিডিএন বাংলা ডেস্ক: উদয়পুরের দর্জি কানহাইয়ালালের নৃশংস হত্যাকাণ্ডের পর দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এই পরিস্থিতিতে কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান এই ঘটনার জন্য মাদ্রাসার শিক্ষাকেই দায়ী করেছেন। আরিফ মোহাম্মদ বলেন, মাদ্রাসায় এ ধরনের বিষয় পড়ানো হয় যাতে এমন মানুষ তৈরি হয়। কেরালার গভর্নর বলেন,”উপসর্গ দেখা দিলে আমরা উদ্বিগ্ন হই, কিন্তু গভীর রোগ বুঝতে অস্বীকার করি।”

আরিফ মোহাম্মদ বলেন,“মাদ্রাসায় শিশুদের শেখানো হয় যে ব্লাসফেমির শাস্তি শিরশ্ছেদ। এটা ঈশ্বরের আইন হিসাবে শেখানো হয়। সেখানে কি পড়ানো হয়? এই তদন্ত করা উচিত। তিনি আরো বলেন, যে ধরনের ঘটনা ঘটেছে তা ইসলামের শিক্ষা হতে পারে না। আরিফ বলেন, মাদ্রাসায় ছেলেমেয়েদের পড়াতে হবে কি না, সেটা ভেবে দেখা দরকার। আরিফের মতে, দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং এমতাবস্থায় মাদ্রাসায় শিশুদের না পড়িয়ে স্কুলে পাঠানো উচিত।

কেরালার রাজ্যপাল আরো বলেন, শৈশব বয়স কাঁচা এবং সেই সময়কালে এমন ধর্মান্ধ শিক্ষা দেওয়া উচিত নয়। তিনি বলেন, উদয়পুরের ঘটনা মানুষের জন্য মর্মাহত হওয়ার মত একটি ঘটনা।

কেরালার রাজ্যপাল আরো বলেন, এই ঘটনাটি স্মরণ করিয়ে দেয় যে সাম্প্রদায়িকতা মানুষের কাছ থেকে মঙ্গলের শেষ আউন্স মুছে ফেলবে। এটি আবারও সতর্ক করে যে দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাম্প্রদায়িক উগ্রতাবাদের বৃদ্ধি। তিনি বলেন, সময় এসেছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার। এক সাম্প্রদায়িকতার উত্তর অন্য পক্ষের সাম্প্রদায়িকতা হতে পারে না।

Related Articles

Back to top button
error: