চলে গেলেন বিশিষ্ট শিক্ষনুরাগী আন-নাজাত আকাডেমীর সেক্রেটারির মাইনুল হক মাষ্টার

নিজস্ব সংবাদে, টিডিএন বাংলা: মৃত্যু বরণ করলেন মালদা জেলার আন-নাজাত আকাডেমীর সেক্রেটারি তথা মাষ্টার মাইনুল হক। একই সঙ্গে তিনি জামাআতে ইসলামী হিন্দের মালদা জেলার শেরশাহি মোকামে রুকুন ছিলেন। তাঁর মত একজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে এলাকায়। গতকাল গভীর রাতে ১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে মাইনুল হক সাহেবের বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর এই হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। জামাআতে ইসলামী হিন্দের পক্ষ থেকে মাইনুল হকের এই প্রয়াণে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

পরিবার সূত্রে খবর, বয়স জনিত কিছু রোগ থাকলেও তিনি বেশ সুস্থই ছিলেন। এমনকি গত কয়েক দিন আগেই আন-নাজাত আকাডেমীর সেক্রেটারি হিসাবে দিল্লিতে একটি প্রোগ্রামও করে এসেছেন। শুধু তাই নয় গতকাল পর্যন্ত আন-নাজাত আকাডেমীর শিক্ষা ও শিক্ষিকাদের সাথে আলাদা আলাদা ভাবে বৈঠকও করেছেন। এমন একজন মানুষ হঠাৎ সেই রাতেই মৃত্যু বরণ করবেন কেই বা জানত। মৃত্যুর আগে পর্যন্ত মাইনুল হক সাহেবের দায়িত্ব পালনের প্রতি একনিষ্টতা। তাঁর দৃঢ়তা ও সাহসিকতা সকলের জন্য প্রেরণার উৎস। বর্তমানে তাঁর পরিবারে তাঁর স্ত্রী সহ পাঁচ পুত্র ও এক কণ্যা আছেন। আজ বৈকাল ৪টায় তাঁর জানাযা বা শেষকৃত্ব অনুষ্টিত হবে।