টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (ইডি-সিবিআই) তদন্তের হাত থেকে বাঁচাতে আরএসএস প্রধান মোহন ভগবতের কাছে দরবার করতে গিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর এই বিস্ফোরক অভিযোগে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি।
শনিবার রাতে একটি সাংবাদিক সম্মেলন করে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘অভিষেক এবং তাঁর স্ত্রী যে ভাবে ফেঁসেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় দালাল হিসেবে কাজ করছেন। মমতা নাগপুর গেছিলেন মোহন ভগবতের (Mohan Bhagwat) কাছে। সেখানে নিশ্চয়তা পেয়েছেন যে এখন ইডি-সিবিআই ধরবে না, তারপর এখন বড় বড় কথা বলছেন।’
প্রসঙ্গত, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ার একটি জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারকে বিপাকে ফেলতে পরিকল্পিত ভাবে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়ার অভিযোগ এনে ছিলেন। পাশাপাশি তিনি বিচারব্যবস্থার বিরুদ্ধেও আক্রমণ শানিয়ে ছিলেন। সেই প্রসঙ্গ টেনেই সেলিম তৃণমূলের সঙ্গে সংঘের আঁতাতের কথা বলেছেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে প্রত্তুতরে বলা হয়, সেলিম যদি ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহন ভগবতের কথা বলে সংখ্যালঘু ভোট ফেরাবেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন।