ট্রেন দুর্ঘটনায় মৃত মালদার যুবক মাশরেকুল, শোকের ছায়া এলাকায়

ছবি নিজস্ব

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ওড়িষ্যার বালেশ্বরে আপ করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত মালদা জেলার ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের বালিয়াঘাট পূর্বপাড়ার বাসিন্দা বছর ২৩’র মাশরেকুল। চেন্নাইতে কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সে। গতকাল রাতে দুর্ঘটনার খবর জানাজানি হতেই পরিবারের লোকের উৎকণ্ঠা শুরু হয়। ভোর নাগাদ মাশরেকুলের মৃত্যুর খবর আসে। মাশরেকুলের মৃত্যুর খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া নেমেছে ওই এলাকায়। বাড়িতে রয়েছে বাবা, মা, স্ত্রী এবং বছর ৬ এর ছেলে ও ১২ মাসের মেয়ে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মাশরেকুল। ফলে একদিকে পুত্র হারানোর যন্ত্রনা অন্যদিকে ভব্যিষ্যতের চিন্তায় দিশেহারা পরিবার।

উল্লেখ্য যে, বালেশ্বরে আপ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সহস্র মানুষ। জোরকদমে এখনও চলছে উদ্ধার অভিযান।