HighlightNewsরাজ্য

মেদিনীপুরের হোমে আবাসিক নারীদের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ!

টিডিএন বাংলা ডেস্ক : হোমে আবাসিক কিশোরী ও মহিলাদের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার কৃষ্ণনগর গ্রামের এক হোমের বিরুদ্ধে। অভিযোগ, ওই হোমের সেক্রেটারি ভক্তিপদ মাইতি প্রতি রাতে আবাসিক মহিলাদের নিজের ঘরে ডেকে বডি মাসাজ করাতেন। এমনকি তিনি কিশোরীদের দিয়েও বডি মাসাজ করাতেন। অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে সক্রিয় হয় পুলিশ। বৃহস্পতিবার ওই হোমের সভাপতি সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, হোমের সেক্রেটারি ভক্তিপদ মাইতির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। কারণ ভক্তিপদ এখন পলাতক। তাঁকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি।

ভক্তিপদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি সমাজসেবার নামে এই হোমটি চালাতেন। সেখানে ছেলেমেয়েদের দিয়ে শুধু বডি মাসাজই নয় নানারকম কাজ করাতেন ভক্তিপদ। এমনকি বাথরুম পরিস্কার করানো হত তাদের দিয়ে। বর্তমানে ওই হোমে ১৮ জন আবাসিক রয়েছেন। শুক্রবার ৮ জন আবাসিকের অভিভাবক চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেছেন। জানা গিয়েছে, এই হোমটি সরকারি অনুমোদন ছাড়াই চলছিল। অনুমোদনহী একটি হোমে কীভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা থেকে ছেলেমেয়েদের খেজুরির প্রত্যন্ত গ্রামে এনে রাখা হত তাও তদন্ত করে দেখছে পুলিশ। আরও জানা যাচ্ছে সরকারি অনুমোদন ছিল না থাকায় ২০১৮ সালে একবার তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল ওই হোমটি। কিন্তু লকডাউনের মধ্যে দু’বছর আগে আবারও হোম শুরু করেন ভক্তিপদ। জেলা শাসক জানিয়েছেন, ‘ওই আবাসিক হোমের ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছে’। তিনি আরও বলেন, ‘আমরা ছেলেমেয়েদের অভিভাবকদের সঙ্গে কথা বলব। তাঁরা ওদের বাড়ি নিয়ে যেতে চাইলে সেই ব্যবস্থা করে দেওয়া হবে’।

Related Articles

Back to top button
error: