আগামী সোমবার থেকে চালু মেট্রো পরিষেবা

টিডিএন বাংলা ডেস্ক: আগামী আগামী সোমবার থেকে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। বুধবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত পরিষেবা চালু রাখা হবে। কনটেইনমেন্ট জোন গুলিতে অবশ্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ সেই সব এলাকায় মেট্রো স্টেশনের গেট খুলবে না। মেট্রো রেলে সফর করতে গেলে কেবল স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। স্টেশনে কোনও টোকেন বিক্রি করা হবে না।