দেশ

নরেন্দ্র মোদির ২১ দিনের লকডাউন যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে; অভিযোগ রাহুল গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বুধবার দাবি করেছেন করোনার ভাইরাসের সঙ্কটের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যে হঠাৎ লকডাউন করেছিল তা দেশের যুব সমাজের ভবিষ্যত, দরিদ্র ও অসংগঠিত অর্থনীতির আক্রমণ করার নামান্তর। রাহুল গান্ধী একটি ভিডিও বার্তার মধ্যে এই সমস্ত বিষয়ের কথা উল্লেখ করে দেশের মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

টুইট করে রাহুল গান্ধী লিখেছেন এই লকডাউন অসংগঠিত অর্থনৈতিক ব্যবস্থার জন্য মৃত্যু দন্ড হিসেবে প্রমাণিত হয়েছে। রাহুল গান্ধী লিখেছেন,”হঠাৎ করে লকডাউন করা অসংগঠিত বর্গের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সমান বলে প্রমাণিত হয়েছে। প্রতিশ্রুতি ছিল ২১ দিনের মধ্যে করোনা শেষ করার। কিন্তু শেষ করা হয়েছে কোটি কোটি রোজগার এবং ছোট ব্যবসায়ীদের।”

এরপর এই টুইটের সঙ্গে পোস্ট করা নিজের ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেছেন,”করোনার নামে যা করা হয়েছে তা অসংগঠিত ক্ষেত্রে ওপর তৃতীয় আক্রমণ ছিল। গরিব লোকেরা, ক্ষুদ্র এবং মধ্যম মানের ব্যবসায়ীরা রোজায় করেন এবং রোজ খান। কিন্তু আপনি কোনো নোটিশ ছাড়াই লকডাউন করে এদের ওপর আক্রমণ করলেন।” তিনি আরো বলেন,”প্রধানমন্ত্রী যে বলেছিলেন ২১ দিনের লড়াই হবে। অসংগঠিত ক্ষেত্রের মেরুদন্ডের হাড় ওই ২১ দিনেই ভেঙে যায়।” শুধু তাই নয়, রাহুল গান্ধী বলেছেন, শাসকদলের অভিমত অনুযায়ী যখন লকডাউন খোলার সময় উপস্থিত হয়েছে, সে সময় কংগ্রেস পার্টির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যে দরিদ্রদের সহায়তা করতে হবে, ন্যায় যোজনার অনুরূপ একটি যোজনা লাগু করতে হবে, ব্যাংকের একাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিতে হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কোন অনুরোধ কানে তোলা হয়নি বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।

মোদি সরকারের লকডাউনের সিদ্ধান্তের বিরুদ্ধে বলতে গিয়ে রাহুল গান্ধী আরও বলেন,”আমরা বলেছিলাম ক্ষুদ্র এবং মধ্যম বর্গের ব্যবসায়ীদের জন্য আপনারা একটি প্যাকেজ তৈরি করুন, তাদের বাঁচানোর প্রয়োজন রয়েছে। সরকার কিছু করলো না। পরিবর্তে পনেরো কুড়ি জন ধনী ব্যবসায়ীদের লক্ষ্য কোটি টাকা ধার মুকুব করল।”

রাহুল গান্ধীর দাবি,”লকডাউন করোনার উপর আক্রমণ ছিল না, উল্টে ভারতের দরিদ্র, যুবকদের ভবিষ্যৎ, শ্রমিক, কৃষক এবং ছোট ব্যবসায়ীদের ওপর তথা অসংগঠিত অর্থ ব্যবস্থার ওপর আক্রমণ ছিল।”এই প্রসঙ্গ গুলি উল্লেখ করে রাহুল গান্ধী বলেন,”আমাদের এই বিষয়টি বুঝতে হবে এবং এই আক্রমণের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”

Related Articles

Back to top button
error: