দেশ

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসবাদীদের আখড়া বলে অভিহিত করে গ্রেপ্তার হলেন আরএসএসএর জাতীয় মুখপাত্র

টিডিএন বাংলা ডেস্ক: একটি সাক্ষাৎকারে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে ‘সন্ত্রাসবাদীদের আখড়া’ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া জন্য আরএসএসএর জাতীয় মুখপাত্র অশোক পান্ডেকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের সিভিল লাইন পুলিশ আইপিসির ধারা ১৫৩ এ, ১৫৩ বি, ৫০৫(২) এর আওতায় গ্রেপ্তার করেছে।

উত্তরপ্রদেশ পুলিশের কাছে দায়ের করা এফআইআর অনুযায়ী, অশোক পান্ডে একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সময়ে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খানকে একজন বিশ্বাসঘাতক বলে সম্বোধন করেছেন এবং বিশ্ব বিদ্যালয়কে “একটি প্রতিষ্ঠান যেখানে আতঙ্কবাদিদের শিক্ষা দেওয়া হয়” বলে মন্তব্য করেছেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ ওই অভিযোগ পত্রে আরো বলা হয়েছে যে,”এটি কেবল বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করতে পারে না, তবে শহরের সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করতে পারে।” তাঁরা আও বলেছেন, “দু’টি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য যারা এএমইউ এবং একটি বিশেষ সম্প্রদায়কে ভালবাসে তাদের অনুভূতিতে আঘাত করার জন্য এই বিবৃতি জারি করা হয়েছিল।”

Related Articles

Back to top button
error: