রাজ্য

গঙ্গা দূষণ রুখতে ফারাক্কায় ছাড়া হলো লক্ষাধিক চারাপোনা, ইলিশ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: গঙ্গা দুষণ রুখতে ফরাক্কা ব্যারেজের গঙ্গায় ১ লক্ষ কুড়ি হাজার রুই, কাতলা, মৃগেলের পাশাপাশি ইলিশ ও চারাপোনা ছাড়ল সি আই এফ আর আই ( সেন্টার ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট)। বুধবার ফরাক্কা তালতলা ঘাটের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্যারেজ এবং ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উর্ধ্বতন কর্তৃপক্ষ। এদিন ইলিশ মাছের প্রসার বাড়াতে ১২ টি ইলিশ মাছের ট্যাগ ছাড়া হয়। পাশাপাশি ধাপে ধাপে গত দেড় বছরে ছাড়া হয়েছে ৩০০০ টি ইলিশ মাছ হয়েছে বলেও জানান হয়। গঙ্গার আপস্ট্রিমে অন্যান্য মাছের পরিমান বাড়াতে ও গঙ্গা দূষণ রুখতে অভিনব উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই।

উল্লেখ্য,দেশজুড়ে স্বচ্ছ গঙ্গা মিশন চালাচ্ছে কেন্দ্র। এদিকে আগে তুলনামূলকভাবে গঙ্গায় ইলিশ বেশি পাওয়া গেলেও এখন তা অনেক পরিমানেই কমেছে। বেড়েছে দুশনও।
তাই গঙ্গাকে দূষণমুক্ত করতে গঙ্গোত্রী থেকে ফারাক্কার গঙ্গা পর্যন্ত ছোট ছোট রুই, কাতলা ও মৃগেল মাছ ছাড়লো সেন্টার ইনল্যান্ড ফিসারিস রিসার্চ ইনস্টিটিউট। এছাড়াও ফারাক্কা ব্যারেজ আপস্ট্রিমে ইলিস মাছ ছাড়ে তারা। ১৯৭৫ এর পর গঙ্গার আপস্ট্রিমে ইলিস পৌঁছাতে পারেছেনা, যেমন ফারাক্কার পর থেকে এলাহাবাদ পর্যন্ত মৎসজীবিরা ইলিশ মাছ প্রায় পায় না। সেই কারণে কেন্দ্র সরকারের একটি প্রকল্প নিয়েছে যেখানে ফারাক্কা ব্রিজের আপস্ট্রিমে সংরক্ষণ করে সেখানে ট্যাগ করে ইলিশ মাছ ছাড়া হয়। এই ইলিশ এলাহাবাদ পর্যন্ত পৌঁছে যাবে। তারা প্রমান স্বরূপ গত দেড় বছরে প্রায় ৩০০০ হাজার ইলিশ ছেড়ে।

সাইন্টিস এ কে সাহু জানান, আমরা এর আগে তিন হাজার ইলিশ গঙ্গায় ছেড়ে মাত্র দুটি মাছ উত্তরপ্রদেশের বলিয়া জেলায় পৌঁছায়। সংখ্যাটি বড় কথা নয়, ফরাক্কার গঙ্গায় মাছ ছেড়ে সেটা ইউপি পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে এটাই মূল উদ্দেশ্য। আগামীতে আরো বেশি মাছ ছাড়া হবে। গংগা দূষণ মুক্ত করতে মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: