দেশ

এক ডোজেই মিলবে করোনা মুক্তি; জনসন এন্ড জনসনের সিঙ্গল ডোজ টিকার শেষ পর্যায়ের ট্রায়াল শুরু

টিডিএন বাংলা ডেস্ক: জনসন এন্ড জনসন কোম্পানির শেষ পর্যায়ের হিউম্যান ট্রায়াল’ পর্ব শুরু হয়ে গেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এই টিকা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো এবং পেরুতে জনসন এন্ড জনসন কোম্পানির করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। বৈজ্ঞানিক ডক্টর পল স্টোফেল বলেছেন,”৬০ হাজার লোকেদের ওপরে টেস্টের মাধ্যমে আলাদা আলাদা মানুষের ওপর কি রকম প্রভাব পড়ছে তা জানা যাবে। আমরা আশা করছি যে এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুর দিকে ফলাফল পাওয়া যাবে। আপৎকালীন পরিস্থিতিতে সিঙ্গেল ডোর ভ্যাকসিন বহুল উপযোগী হতে পারে। আমরা পরে বুস্টার ডোজ প্রয়োগ করব। প্রথম পর্যায়ের ফলাফল অনুযায়ী, শুধুমাত্র সিঙ্গল ডোজই মানুষকে লম্বা সময় পর্যন্ত জীবিত রাখার জন্য যথেষ্ট।”

প্রসঙ্গত, এখনো পর্যন্ত যতগুলো ভ্যাকসিন নিয়ে ট্রায়াল’ চলছে সেগুলি বেশিরভাগই ডাবল ডোজ করোনা ভ্যাকসিন। একমাত্র জনসন এন্ড জনসন কোম্পানির এই করোনা ভ্যাকসিন সিঙ্গল ডোজের। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে করোনার সংক্রমণ রুখতে সিঙ্গল ডোজের এই ভ্যাকসিন কতটা সক্ষম হচ্ছে। উল্লেখ্য বিষয় হলো, এখনো পর্যন্ত বিশ্বের যতগুলি ভ্যাকসিনের ট্রায়াল চলছে সেগুলি সর্বাধিক ৩০ হাজার স্বেচ্ছাসেবীর উপর প্রয়োগ করা হয়েছে। জনসন এন্ড জনসন এই ভ্যাকসিন এই প্রথম ভ্যাকসিন যা, ৬০ হাজার স্বেচ্ছাসেবীর ওপরে প্রয়োগ করা হবে।

Related Articles

Back to top button
error: