দেশ

দিল্লি দাঙ্গা মামলায় শেষ চার্জশিটে ‘উস্কানিমূলক মন্তব্য’ করার অভিযোগে বৃন্দা কারাট, সালমান খুরশিদদের নাম যুক্ত করল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি দাঙ্গা মামলায় শেষ চার্জশিটে সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত, প্রবীণ কংগ্রেস নেতা সালমান খুরশিদ, আইনজীবী প্রশান্ত ভূষণ ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নাম যোগ করলো দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি এরা প্রত্যেকেই সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট এর বিরোধিতায় ‘উস্কানিমূলক মন্তব্য’ করেছেন।সূত্রের খবর অনুযায়ী দিল্লি পুলিশ প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ইসরাত জাহান এবং একজন প্রটেক্টেড সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এই নামগুলি চার্জশিটে অন্তর্ভুক্ত করেছে দিল্লি পুলিশ। ওই প্রটেক্টেড উইটনেস জানিয়েছে,”উমর খালিদ, সালমান খুরশিদ, নাদিম খান এরা সবাই উস্কানি মূলক ভাষণ দিতেন এবং মানুষ তাদের ভাষণে প্রভাবিত হতেন।”

দিল্লি পুলিশের ওই সর্বশেষ চার্জশিট অনুযায়ী, প্রটেক্টেড উইটনেস সালমান খুরশিদ, বৃন্দা কারাট, উমর খালিদ সহ আরো বড় বড় ব্যক্তিত্বদের নাম উল্লেখ করেছে। এর পাশাপাশি ইসরাত জাহান পুলিশকে জানিয়েছেন, জামিয়া কো-অর্ডিনেশন কমিটির নির্দেশে সিএএ আইনের বিরুদ্ধে মন্তব্য করার জন্য সালমান খুরশিদ, চলচ্চিত্র নির্মাতা রাহুল রায়, ভিম আর্মি সদস্য হিমাংশুদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি এবং সমাজকর্মী খালিদ সৈফি। পুলিশের কাছে দেওয়া নিজের বয়ানে খালিদ সৈফি জানিয়েছেন, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ, স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব, সালমান খুরশিদরা প্রায়ই আসতেন ওই অনুষ্ঠানগুলিতে। এছাড়াও খুরেজি প্রস্টেট সাইটে সার্জিল ইমাম, জামিয়া কোঅর্ডিনেশন কমিটির সদস্য মিরান হায়দারের নামও উল্লেখ করেন সৈফি।

তবে, কর্কর্দুমা আদালতে জমা করা পুলিশের ১৭ হাজার পাতার চার্জশিটে উমর খালিদদের নামে ‘উস্কানি মূলক মন্তব্যে’র অভিযোগ থাকলেও ভাষণে ঠিক কী বলা হয়েছে, কোথায় বলা হয়েছে তা নিয়ে কোন স্পষ্টীকরণ করা হয়নি।

Related Articles

Back to top button
error: