দেশ
দিল্লীতে অধীর চৌধুরীর সাথে দেখা করলেন ডাক্তার কাফিল খান
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, নয়াদিল্লি: দিল্লীতে কংগ্রেস নেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সাথে দেখা করলেন উত্তরপ্রদেশের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কাফিল খান। আজ বৃহস্পতিবার দিল্লির বাড়িতে যান কাফিল খান। সেখানেই উভয়ের সঙ্গে মত বিনিময় হয়। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সাংসদ অধীর চৌধুরী লেখেন, ‘আজ আমার দিল্লির বাড়িতে ডাঃ কাফিল খান এর সাথে আলাপ ও আলোচনা হল, ডাঃ কাফিল খান যাকে এনএসএ কেসে ফাঁসানো হয়েছিল, বিষয় টি নিয়ে তখন প্রধানমন্ত্রী কেও চিঠি লিখেছিলাম। তার লাগাতার সত্য সংগ্রামে, কয়েক মাস জেল ও বহু হেনস্থার পর গত ১ লা সেপ্টেম্বর এলাহাবাদ হাই কোর্ট তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে তাকে কারামুক্ত করে।’