টিডিএন বাংলা ডেস্ক: বিহারে ভোটে লড়ে বিজেপিকে সাহায্য করেছে মিম। সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিকে একহাত নিয়ে তীব্র আক্রমন করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। ট্যুইটে তিনি লিখেছেন, বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের সাফল্যের জন্য ধন্যবাদ। আরও একবার ওয়াইসির এমআইএম ভোটে লড়ে লোকচক্ষুর আড়ালে বিজেপিকে সাহায্য করল। এখন দেখার সরকার গঠনে তারা বিজেপি-জেডিইউ সরকার গঠনে এনডিএ-র সঙ্গে সহযোগিতা করে, না মহাজোটের।’