রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন, নাম না করে শুভেন্দু অধিকারীকে বার্তা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

টিডিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক মহলে তুমুল চর্চার মধ্যেই এবার শুভেন্দু অধিকারীকে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার বার্তা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির ব্যান্ডেলের সাহেববাগানের সভা থেকে নাম না করে মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, “ইয়া তৃণমূলমে রহো, নেহি তো বিজেপিকে সাথ চলা যাও, দোনো কে সাথ প্রেম মাত কিজিয়ে ভাইয়া!” তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন ততদিনই মুখ্যমন্ত্রী থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সিপিএমকে হটানোর হিম্মত কারও ছিল না। সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে দেওয়ার জন্য ২৬ দিন অনশন করছিলেন তিনি। যা পশ্চিমবাংলায় কেউ কোনওদিন করেনি।

সিঙ্গুর আন্দোলন যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছিল একইভাবে নন্দীগ্রামের আন্দোলনও উনি ছিলেন বলেই হয়েছিল।