রাজ্য
মিমি চক্রবর্তীকে অশ্লীল অঙ্গভঙ্গি-কটূক্তি, প্রতিবাদ অভিনেত্রীর, গ্রেফতার অভিযুক্ত ট্যাক্সিচালক
টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অশ্লীল অঙ্গভঙ্গি-কটূক্তি করার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ট্যাক্সিচালককে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, এদিন ব্যক্তিগত গাড়িতে করে জিম করে ঘরে ফিরছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। হঠাৎ একটি ট্যাক্সি হর্ন বাজিয়ে মিমির গাড়িকে ওভারটেক করে বালিগঞ্জ ও গড়িয়াহাটের মাঝামাঝি ট্র্যাফিক সিগন্যালে দাঁড়ালে দাঁড়ানো ট্যাক্সিটির চালক মিমি চক্রবর্তীকে লক্ষ করে অশ্লীল অঙ্গভঙ্গি ও চোখ মারেন বলে অভিযোগ।তখনই গাড়ি থেকে নেমে ওই ট্যাক্সিচালককে নামিয়ে ধমক ও পুলিশকে জানান। তারপরেই গড়িয়াহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।