দেশ
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি
টিডিএন বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি। মঙ্গলবার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রয়াত হন। মধ্যপ্রদেশের বিয়ারা বিধানসভার এই বিধায়ক আগস্টের দ্বিতীয় সপ্তাহে হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি পরীক্ষার জন্য যান এবং পরবর্তীকালে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এদিন মধ্যপ্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি জিতু পাটোয়ারী আজ সকালে টুইট করে জানিয়েছেন, কংগ্রেস বিধায়ক গোবর্ধন বাবুর নিধনের খবর খুব দুঃখজনক। আমরা উনার আত্মার শান্তি কামনা করি এবং উনার পরিবারের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।