রাজ্য

“মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে হয়” কেন্দ্রের শোকজের চিঠির জবাব দিলেন আলাপন, খুঁটিয়ে দেখছে দিল্লি, দ্রুত পদক্ষেপ চায় মোদি সরকার

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার রাতেই কেন্দ্রের দেওয়া শোকজের চিঠির জবাব পাঠিয়ে দেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অধুনা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যভার প্রসঙ্গে। এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, আলাপন বন্দ্যোপাধ্যায় এর পাঠানো চিঠি খতিয়ে দেখছে কেন্দ্র। এরপরেই আলাপনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা স্থির করবে কেন্দ্র।

প্রসঙ্গত, গত সোমবার ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় আলাপনকে শোকজ করেছিল কেন্দ্র। ওই চিঠির জবাব দেওয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়। সেইমতো বৃহস্পতিবার সন্ধ্যেবেলা চিঠি পাঠিয়ে দেন আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্য সচিব হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করাই ছিল তাঁর প্রধান কর্তব্য। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাকে প্রধানমন্ত্রীর বৈঠক থেকে বেরিয়ে আসতে হয়েছিল।

Related Articles

Back to top button
error: