রাজ্য

জিন্স বা টি-শার্ট নয়, ফর্মাল পোশাকেই আসতে হবে অফিসে, নয়া পোশাক নির্দেশিকা সিবিআইয়ের

টিডিএন বাংলা ডেস্ক: জিন্স বা টি-শার্ট নয়, খেলাধুলার জুতো পরে নয়, এবার থেকে দস্তুরমত ফর্মাল পোশাক পরেই আসতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দপ্তরে কর্মরতদের। পাশাপশি যথাবিধি চুল, দাড়ি-গোঁফ কামিয়ে অফিসে আসতে হবে। মহিলাদেরও শাড়ি বা শার্ট পরে অফিসে আসতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক ও কর্মীদের জন্য এই নয়া পোশাক বিধি চালু করলেন সিবিআইয়ের নতুন ডিরেক্টর সুবোধকুমার জয়সওয়াল। গত ২৫ মে তদন্তকারী সংস্থার নতুন অধিকর্তা হয়েছেন তিনি। তার পরই চালু করলেন এই নিয়ম। ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সংস্থার সমস্ত শাখা অফিসে।

Related Articles

Back to top button
error: