HighlightNewsদেশ

পাঞ্জাবে খুলতে চলেছে মুসলিম কলেজ, হিজাব বা তিলক কিছুতেই বাধা থাকবে না, পরতে পারবেন সব ধর্মের ছাত্রীরা

টিডিয়েন বাংলা ডেস্ক: পাঞ্জাবের মুসলিম সমাজ লুধিয়ানা ‘হাবিব গার্লস কলেজ’ নামে একটি মুসলিম কলেজ তৈরি করছে। এটি পাঞ্জাবের প্রথম মুসলিম কলেজ হতে চলেছে। সোমবার শহরের ঐতিহাসিক জামে মসজিদে এই কলেজের বিষয়ে ঘোষণা করতে একটি সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন মসজিদের প্রধান সাহেবান ও ইমাম সাহেব এবং সামাজিক সংগঠনের দায়িত্বশীল নাগরিকরা উপস্থিত ছিলেন। এই সভায় শাহী ইমাম পাঞ্জাব মাওলানা মোহাম্মদ উসমান রহমানি লুধিয়ানা ঘোষণা করেন, মুসলিম সমাজের পক্ষ থেকে মেয়েদের জন্য লুধিয়ানায় ‘হাবিব গার্লস কলেজ’ প্রতিষ্ঠা করা হচ্ছে। এই কলেজটি মরহুম শাহী ইমাম পাঞ্জাব মাওলানা হাবিবুর রহমান সানী লুধিয়ানউইনের স্বপ্ন ছিল, তাই এটি তাঁকে উৎসর্গ করা হয়েছে।
শাহী ইমাম বলেন, এই কলেজে মুসলিম মেয়েরা হিজাব, শেখ মেয়েরা দস্তর এবং হিন্দু মেয়েরা তিলক করার স্বাধীনতা পাবেন। কোন ছাত্রীর পোশাকের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। এমএ, বিএ সহ সকল ডিগ্রী কোর্স পরিচালনা করা হবে। মহানগরীয় রাজ্যের সকল মসজিদের নামাজীরা কলেজের বিশালাকায় ভবন তৈরি করতে সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন, এই কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আহরার ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠা করা হয়েছে। কলেজটির পরিচালনার জন্য বুদ্ধিজীবী, শিল্পপতি, আমলা ও ধর্মীয় পণ্ডিতদের নিয়ে একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হচ্ছে। কলেজের সঙ্গে হোস্টেলও তৈরি করা হবে যাতে পাঞ্জাবের সমস্ত শহরের সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা এখানে থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন।

Related Articles

Back to top button
error: