জ্ঞানবাপী মসজিদের জলাশয়ে শিব লিঙ্গ! আইনজীবীর দাবির পর ওই এলাকা সিল করার নির্দেশ আদালতের

টিডিএন বাংলা ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ চত্বরের ভেতরে জলাশয়ে একটি শিবলিঙ্গের সন্ধান পেয়েছে জরিপ করতে যাওয়া আইনজীবীদের বিশেষ টিম। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বারানসি আদালত ডিএমকে শিবলিঙ্গের স্থানটি অবিলম্বে সিল করার নির্দেশ দিয়েছে। ওই জায়গায় কোন ব্যক্তির প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। ডিএম, পুলিশ কমিশনার এবং সিআরপিএফ কমান্ড্যান্টকে এই নির্দেশ দিয়েছে আদালত। মসজিদ চত্বরে ওই নির্দিষ্ট স্থান সংরক্ষণ ও সুরক্ষার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে আদালত।
জানা গিয়েছে, জ্ঞানবাপী মসজিদ চত্বরে ভিডিওগ্রাফি করতে যাওয়ার তৃতীয় দিন ওই শিবলিঙ্গের সন্ধান পায় টিম। ওই বিশেষ টিমের অংশ, আইনজীবী হরিশংকর জৈন তড়িঘড়ি এই বিষয়ে বারানসি আদালতে আবেদন করেন। আদালতকে তিনি জানান, মসজিদের জলাশয় একটি শিবলিঙ্গ পাওয়া গেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। সিআরপিএফ কমান্ড্যান্টকে জায়গাটি সিল করার নির্দেশ দেওয়ার দাবিও করেন ওই আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে সিনিয়র ডিভিশন জজ রবিকুমার দিবাকর ডিএমকে অবিলম্বে ওই জায়গাটি সিল করার নির্দেশ দেন।
সোমবার তিন দিন ব্যাপী চলতে থাকা বারানসির জ্ঞানবাপী মসজিদের জরিপ প্রক্রিয়া শেষ হয়েছে। সার্ভের পর হিন্দু পক্ষের আইনজীবী ডক্টর শোভনলাল মসজিদের বাইরে এসে দাবি করেন,”…যা খোঁজা হচ্ছিল তার থেকে বেশি পাওয়া গেছে। এবার পশ্চিমের দেয়ালের কাছে ৭৫ ফুট দীর্ঘ ৩০ ফুট চওড়া এবং ১৫ ফুট উঁচু যে ধ্বংসাবশেষ আছে তা জরিপের দাবি জানানো হবে।”
মুসলিম পক্ষের আইনজীবী জরিপ শেষে বাইরে এসে হিন্দু পক্ষের আইনজীবীর ওই দাবি খারিজ করে দেন। তিনি বলেন, ভিতরে এমন কিছু পাওয়া যায়নি। আমরা সার্ভেতে সন্তুষ্ট। আগামীকাল অর্থাৎ ১৭ মে কোর্টে রিপোর্ট জমা দেওয়া হবে। উল্লেখ্য, এদিন সকাল আটটায় এডভোকেট কমিশনারের নেতৃত্বে বাদী বিবাদী পক্ষ থেকে ৫২ জনের একটি টিম মসজিদ চত্বরে প্রবেশ করে। এরপর সকাল সাড়ে দশটার সময় জরিপের কাজ শেষ হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষের আবেদনের শুনানি হবে। বারানসি আদালতের সমীক্ষার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আঞ্জুমান ইনাজানিয়া মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। আগামীকাল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওই মামলার শুনানি হবে।