HighlightNewsরাজ্য

গোষ্টি কোন্দলে নাজেহাল রাজ্য বিজেপি, এক দিনে ১৪ বিজেপি নেতার পদত্যাগ

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্য জুড়ে একের পর এক স্থান থেকে গোষ্টি কোন্দলের খবর আসছে। যার জেরে এবার নাজেহাল অবস্থা রাজ্য বিজেপির। রবিবার গোষ্টি কোন্দলের কারণেই বিজেপির রাজ্য কমিটি থেকে পদত্যাগ করেছেন মুর্শিদাবাদের দুই বিধায়ক গৌরিশঙ্কর দত্ত এবং কাঞ্চন মৈত্র। তাঁদের দেখা দেখি রাজ্য বিজেপির কর্মসমিতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন মুর্শিদাবাদের দুই নেতা বাণী গঙ্গোপাধ্যায় এবং দীপঙ্কর চৌধুরী। এই ঘটনায় সারা পড়ে যায় বিজেপির অন্দর মহলে।

এবার রাজ্য বিজেপির সেই অসস্তিকে আরও বাড়িয়ে দিল নদিয়ার গোষ্টি কোন্দল। নদিয়া উত্তরের সভাপতি অর্জুন বিশ্বাসের সঙ্গে সংঘাতের কারণে এবার রবিবার দুপুরে ১০ জন জেলা নেতৃত্ব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে তাদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন। এক সঙ্গে একইদিনে ১৪ জন নেতৃত্বের এই ভাবে পদত্যাগের ফলে রীতিমত বেশ চাপে পড়ে গিয়েছেন বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য যে, বিধানসভা নির্বাচনের পর আশুতোষ পালকে সরিয়ে অর্জুন বিশ্বাসকে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি করা হয়। দীর্ঘ দিন ধরে অর্জুনের সঙ্গে মতবিরোধ চলছিল অনেকের। তাঁর বিরুদ্ধে দলের গঠনতন্ত্র ভঙ্গেরও অভিযোগ তুলেছেন তারা। এদিকে পদত্যাগ করা সাধারণ সম্পাদক বিভাস মণ্ডল অভিযোগ করেন, ”দলের সব পদকে গুরুত্বহীন করে দিয়ে নিজের সিদ্ধান্তে দল চালাচ্ছেন। সদ্য শেষ হওয়া পুরভোটেও নিজের পছন্দের প্রার্থীদের বেছে বেছে টিকিট দিয়েছেন। যার ফল ভুগতে হয়েছে দলকে।” যদিও অর্জুন এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি। তাঁর সংক্ষিপ্ত উত্তর, ”এটা দলের অভ্যন্তরীণ বিষয়। আলোচনা করলেই মিটে যাবে।”

Related Articles

Back to top button
error: