রাজ্য

মোদীর জন্মদিনে জাতীয় বেরোজগার দিবস, ট্রেন্ড ট্যুইটে

টিডিএন বাংলা ডেস্ক: আজ ৭১ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে যখন ঘটা করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হচ্ছে ঠিক তখনই উল্টো চিত্র লক্ষ করা গেলো সোশ্যাল মিডিয়ায়। আজ খুশির দিনেই ট্যুইটারে ভাইরাল ট্রেন্ড হয়ে উঠেছে ‘জাতীয় বেরোজগার দিবস’ বা ‘ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে’। আজ সকাল থেকেই #National Unemployment Day, #রাষ্ট্রীয় বেরোজগার দিবস, #বেরোজগার দিবসের মতো একাধিক হ্যাশট্যাগ দিয়েই চলছে প্রতিবাদ। জন্মদিনের শুভেচ্ছার থেকেও বেরোজগার নিয়েই মূলত টুইট হয়েছে বেশি। শুধু তাই নয় বেলা ১২ টা পর্যন্ত টুইটার ট্রেন্ডিংয়ে সবার উপরে চলে যায় জাতীয় বেরোজগার দিবস।

Related Articles

Back to top button
error: