HighlightNewsদেশ

আগামীকাল জেল থেকে মুক্তি পাবেন নভজ্যোত সিং সিধু

টিডিএন বাংলা ডেস্ক: রোড রেজ মামলায় পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধান নভজ্যোত সিং সিধুকে হয় বছর ১৯ মে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।ওই মামলায় নভজ্যোত সিং সিধুকে মুক্তি দেওয়া হবে ১ এপ্রিল। শুক্রবার সিধুর টুইটার পেজে এই তথ্য জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা মুক্তির কথা জানিয়েছেন বলে টুইটে লেখা হয়েছে। সাজা চলাকালীন ছুটি না নেওয়ায় এই সুবিধা পাচ্ছেন নভজ্যোত সিং সিধু।

উল্লেখ্য, সিধুর সাজা ১৯মে শেষ হওয়ার কথা ছিল, তবে কোনো ছুটি না নেওয়ার কারণে তাঁকে আগেই মুক্তি দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, এনডিপিএস এবং গুরুতর অপরাধ ছাড়াও, বন্দিদের কাজ এবং বন্দীদের আচরণের উপর নির্ভর করে এক মাসে ৪ থেকে ৫ দিনের একটি অতিরিক্ত সময় দেওয়া হয়। এ ছাড়া বন্দিরা কিছু সরকারি ছুটির সুবিধাও পান। পুরো সাজা চলাকালীন একবারও ছুটি চাননি নভজ্যোত সিং সিধু।

Related Articles

Back to top button
error: