HighlightNewsদেশ

বাদল অধিবেশনের পূর্বেই নতুন নির্দেশিকা, পার্লামেন্টের কাছে করা যাবে না অনশন-ধরনা-বিক্ষোভ!

টিডিএন বাংলা ডেস্ক: আসন্ন বাদল অধিবেশনের পূর্বেই নতুন নির্দেশিকা জারি করলো রাজ্যসভার সচিব। সেই নতুন নির্দেশিকাতে বলা হয়েছে, পার্লামেন্টের সম্মুখে বা কাছে কোনো রকমের প্রতিবাদ-অনশন-ধরনা-বিক্ষোভ বা কোনওরকম ধর্মীয় আচার পালন করা যাবে না। এর আগে কিছু শব্দকে ‘অসংসদীয়’ শব্দ আখ্যা দিয়ে সেগুলি পার্লামেন্টের বাদল অধিবেশনে ব্যবহার করা যাবে না বলে একটি নির্দেশিকা দিয়ে ছিল কেন্দ্র। যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে আবারও একটি বিতর্কিত বিজ্ঞপ্তি জারি করায় সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে।

রাজ্যসভার সচিব পি সি মুদি সাংসদদের উদ্দেশ্যে ওই বিজ্ঞপ্তি জারি করে এক্ষেত্রে সব সাংসদ সদস্যের সহযোগিতা কামনা করেছেন। সাধারণ ভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বরাবরই সংসদ ভবনকে ব্যবহার করেছে বিরোধীরা। কারণ এখান থেকে প্রতিবাদ জানালে তা সহজে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মিডিয়া সকলের দৃষ্টি আকর্ষণ করে। বিরোধীদের অভিযোগ, ঐতিহাসিক ভাবে চলে আসা সংসদভবনের সেই প্রতিবাদী মুখকে বন্ধ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, ‘এটা বিশ্বগুরুর (পড়ুন মোদির) নতুন ফরমান। ডরনা (ধরনা) মানা হ্যায়…।’ এছাড়াও প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস সহ অন্যান্য দলের নেতারাও।

Related Articles

Back to top button
error: