HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর, দ্বিতীয় স্থানে কলকাতা

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় নির্বাচিত যাদবপুর, দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। কেন্দ্র সরকারের তরফে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করা হল শুক্রবার। এ রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থানে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় অষ্টম স্থানে জায়গা পেয়েছে। প্রথম স্থানে রয়েছে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর আইআইএসসি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।

এছাড়াও দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্য একটি তালিকাও প্রকাশ করেছে কেন্দ্র। প্রকাশিত এই তালিকায় পশ্চিমবঙ্গের একটি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা পেয়েছে। রাজ্যের আইআইটি খড়গপুর এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে। এর সেরার তালিকায় প্রথমে রয়েছে আইআইটি মাদ্রাজের নাম।রাজ্যের সেন্ট জেভিয়ার্স কলেজ দেশের সেরা কলেজগুলির তালিকায় অষ্টম স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচত রাজ্যের সেরা ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles

Back to top button
error: