রাজ্য

আগামী কয়েক মাসে চাকরির মেলার মাধ্যমে প্রায় ৩০ হাজার বেকারকে কর্মসংস্থান দেওয়া হবে: মন্ত্রী হুমায়ুন কবির; জানালেন চাকরির মেলার স্থান ও তারিখ

সেখ রাকিব, টিডিএন বাংলা: দ্য‌ জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে শিয়ালদায় অনুষ্ঠিত হল “প্লেসমেন্ট ফেয়ার ২০২২।” দ্য‌ জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাস করা ছাত্র-ছাত্রীদেরকে এই প্লেসমেন্ট ফেয়ার বা কর্মসংস্থান মেলার মাধ্যমে কর্মসংস্থান দেওয়া হয়। এদিনের এই কর্মসংস্থান মেলা থেকে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক পড়ুয়াকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এদিনের এই দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের চাকরির মেলায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কারিগরি, ক্ষুদ্রশিল্প, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী হুমায়ুন কবির মহাশয়। হুমায়ুন কবির মহাশয় জানান, দ্য‌ জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, সরকার রাজ্যের যুবক-যুবতীদের বিভিন্ন ছোট, বড় ও মাঝারি কারিগরি শিল্পের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে উদ্যোগ নিয়েছে। এই স্বপ্নকে সার্থক করতে ২০১৬ সালে চালু করা হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীকে প্রশিক্ষণের পর কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত বিভিন্ন চাকরি মেলার মাধ্যমে অসংখ্য যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৩০ হাজার বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে ২৯ ও ৩০ জুলাই শিলিগুড়িতে, ৫ ও ৬ আগস্ট বহরমপুরে, ১১ ও ১২ ই আগস্ট দুর্গাপুরে, ২৩ ও ২৪ আগস্ট মেদিনীপুরে এবং আগস্ট মাসের শেষের দিকে টালিগঞ্জ আইটিআই কলেজে কর্মসংস্থান মেলার আয়োজন করে কয়েক হাজার কারিগরি প্রশিক্ষনার্থী ও অন্যান্য বিভিন্ন কারিগরী বিষয়ে দক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এদিনের এই অনুষ্ঠানে দ্য জর্জ টেলিগ্রাফ গ্রুপের পরিচালক শ্রী সুব্রত দত্ত বলেন, জর্জ টেলিগ্রাফ গ্রুপের লক্ষ্য হল প্রত্যেক ছাত্র-ছাত্রী ক্যারিয়ারের সংস্থান করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। পাশাপাশি শিল্পের সার্বিক বিকাশে শামিল হওয়া। তিনি আরো বলেন, ‘সবার জন্য চাকরি’ এই জাতীয় লক্ষ্যকে মান্যতা দিয়ে সেই লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের কোর্সগুলি ভারত সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা স্বীকৃত । এই সংস্থাটি ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট এবং আন্তপ্রেরণশীপ মন্ত্রকের অধীনস্থ। এই প্রতিষ্ঠানটির অনেক কোর্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ও ইউজিসি দ্বারা স্বীকৃত।এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর প্রতিবছর অসংখ্য ছাত্র-ছাত্রী কর্মসংস্থান পেয়ে থাকে।

Related Articles

Back to top button
error: