HighlightNewsদেশ

ভারতীয় নোটে আর শুধু গান্ধী নন স্থান পেতে চলেছেন আব্দুল কালাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরও

টিডিএন বাংলা ডেস্কঃ ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর একচ্ছত্র অবস্থান এবার বদলাতে পারে। স্থান পেতে পারেন এপিজে আব্দুল কালাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরও। তবে পুরো বিষয়টাই এখনও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের চিন্তাভাবনার স্তরেই আছে বলেই জানা গিয়েছে।একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাতির জনক মহাত্মা গান্ধীজির ছবির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত বিজ্ঞানী তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি দেওয়া দুটি করে নোটের স্যাম্পেল দিল্লি আইআইটি’র অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে পাঠানো হয়েছে। সেন্ট্রাল ব্যাংক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নমুনা পাঠিয়েছে। ওই অধ্যাপকই ঝাড়াই-বাছাইয়ের দায়িত্ব রয়েছেন। এই নমুনা তাঁর পছন্দ হলে তা সবুজ সংকেতের জন্য পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রের কাছে।
প্রসঙ্গত, জালনোটের রমরমা রুখতে ২০২০ সালে ভারতীয় নোটে কিছু উন্নত বৈশিষ্ট্য যোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল রিজার্ভ ব্যাংকের অভ্যন্তরীণ কমিটিকে। নোটের নিরাপত্তা বাড়াতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ওই কমিটিই নতুন নোটে গান্ধীজির পাশাপাশি আরও বিশিষ্ট ভারতীয়র ছবি ছাপানোর সুপারিশ করে। নোটে কোন কোন মনীষী বা বিশিষ্ট ব্যক্তিদের ছবি ছাপা হতে পারে, তা নিয়ে বিস্তর আলোচনা হয়। সুত্রের খবর, এরপরেই রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালামের নাম বেছে নেওয়া হয়েছে। এবার অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাংক নতুন নোট ছাপায় সম্মতি দিলেই ভারতীয় নোট চলে আসবে এই ঐতিহাসিক পরিবর্তন।

Related Articles

Back to top button
error: