রাজ্য

বাজার যাওয়ার পথে লরির ধাক্কা, সামসেরগঞ্জে মৃত সাইকেল আরোহী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: লরির সাথে সাইকেলের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সকাল সাত টা নাগাদ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো সামসেরগঞ্জ থানার চাঁদপুর বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম আশীষ কুমার দাস(৪৫)। তার বাড়ি সামসেরগঞ্জ থানার অন্তরদীপা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠায়।

জানা গিয়েছে, এদিন বাড়ি থেকে ফুলোরি বিক্রি করতে যাওয়ার জন্য সাইকেল নিয়ে বাজার যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেসময় পাকুরের দিক থেকে আসা একটি লরি সাইকেলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে পড়ে যায় সে। গুরুতর জখম অবস্থায় তাকে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। যানজটে আটকে পড়ে বহু গাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Back to top button
error: