বাংলায় দুর্গাকে মেয়ে মনে করা হয়, এটাই সমাজের আদর্শ; ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
টিডিএন বাংলা ডেস্ক: বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। মহা ষষ্ঠীর দিনে বেলা ১২ টা নাগাদ সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনন্দে আপ্লুত জনগণের উচ্ছ্বাস দেখে নরেন্দ্র মোদি বলেন,”উৎসাহ দেখে মনে হচ্ছে দিল্লি নয়, এখন কলকাতায় আছি।”
এদিন ভার্চুয়াল উদ্বোধন করতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন,”দুর্গাপুজোর সময় গোটা দেশ বাংলাময় হয়ে যায়। সবাইকে দুর্গাপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানাই। বাংলার পবিত্রভূমিতে আপনাদের মাঝে এসে আমি ধন্য। বাংলার পবিত্রভূমিকে প্রণাম জানাই। উৎসবের এই উন্মাদনাই বাংলাকে চিনিয়ে দেয়।”
এদিন দুর্গাপুজোর ও দীপাবলীর শুভেচ্ছা বার্তা জানিয়ে আরো একবার উৎসবের আমেজে করোনার সংক্রমণ এর কথা মনে করিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষকে। এ প্রসঙ্গে মোদি বলেন বাংলা গোটা দেশকে দিকনির্দেশ করে। বাঙালিরা দেশের গৌরব।
এরপরদেবী দুর্গার এই পবিত্র আরাধনার সময় মহিলাদের সুরক্ষা এবং ক্ষমতায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,”মা দুর্গা, বাংলার ঘরে ঘরে মেয়ের মত পূজিত হন। সব নারীকে দেবী দুর্গার মত সম্মান করতে হবে।” তিনি আরো বলেন, দেশজুড়ে নারীর ক্ষমতায়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনধন যোজনা, মুদ্রা যোজনায় নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখতে পাওয়া গেছে। তিন তালাক প্রথা রদ থেকে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহ করা ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে। নারী নির্যাতনে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
এর পাশাপাশি দেশের মানুষকে বিশেষত কৃষক এবং শ্রমিকদের আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন কৃষক এবং শ্রমিক আত্মনির্ভর হলে তৈরি হবে সোনার বাংলা। মজবুত হবে বাংলা।