দেশ

বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিহারের বাসিন্দাদের, দেওয়া হবে ১৯ লক্ষ চাকরি; বিহার নির্বাচন উপলক্ষে ইস্তেহার প্রকাশ করল বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে নিজেদের জয় সুনিশ্চিত করতে বৃহষ্পতিবার ইস্তেহার প্রকাশ করল বিজেপি। বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল এবং অন্যান্য নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন ইস্তেহার প্রকাশ করেন। বিজেপির জারি করা ইস্তেহারে ৫ টি সূত্র, ১ টি লক্ষ্য এবং ১১ টি রেজুলেশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সাথে, বিজেপি ক্ষমতায় এলে পুরো বিহারে বিনামূল্যে করোনার ভ্যাকসিন বন্টন এবং ১৯ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আসন্ন সরকার স্বনির্ভর বিহারের লক্ষ্যে এই ৫ টি সূত্র নিয়ে কাজ করবে। বিজেপির ১১ টি রেজোলিউশনে বলা হয়েছে, বিহারের জনগণকে বিনামূল্যে করোনার টিকা বন্টন করা হবে। স্কুল, উচ্চশিক্ষা ও ইনস্টিটিউটে তিন লাখ নতুন শিক্ষক নিয়োগ করা হবে। বিহারকে আইটি হাব হিসাবে গড়ে তোলা হবে। এক কোটি নারীকে স্বাবলম্বী করা হবে। স্বাস্থ্য অধিদফতরে ১ লক্ষ কাজের সুযোগ দেওয়া হবে। ২০২২ সালের মধ্যে ৩০ মিলিয়ন মানুষকে পাকা বাড়ি করে দেওয়া হবে। ২০২৪ সালের মধ্যে বিহারের অন্যান্য এইমসের পরিচালনা নিশ্চিত করতে পদক্ষেপ নেবে বিজেপি। দ্বিতীয় বছরে ১৫ টি নতুন বেসরকারী ও কমফিড ভিত্তিক প্রক্রিয়াকরণ শিল্প তৈরি করা হবে।আগামী দুই বছরের মধ্যে অভ্যন্তরীণভাবে মাছ উৎপাদন করা হবে। রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

Related Articles

Back to top button
error: