তুমি আমাকে ভোট দাও আমি তোমাকে ভ্যাকসিন দেব; বিহারে বিজেপির নির্বাচনী ইস্তেহার নিয়ে কটাক্ষ করলেন শশী থারুর
টিডিএন বাংলা ডেস্ক: বিহার নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগে নির্বাচনী লড়াইয়ে নিজেদের জিৎ সুনিশ্চিত করতে বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল এবং অন্যান্য নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন ইস্তেহার প্রকাশ করেন। ওই নির্বাচনী ইশতেহারে বিহারের বাসিন্দাদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন বন্টনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যেখানে সারা দেশের মানুষ করোনার ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন সেই সময় নির্বাচনী ইশতেহারে বিহারের মানুষকে আলাদাভাবে করোনার ভ্যাকসিন বিনামূল্যে বন্টনের এই প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক উক্তি করছেন নেটিজেনরা। ওই একই সুরে বিজেপিকে কটাক্ষ করে একটি টুইট করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর। টুইটে তিনি লিখেছেন, “তুমি আমাকে ভোট দাও আমি তোমাকে ভ্যাকসিন দেব….” ওই টুইটে শশী থারুর এ ধরনের মন্তব্যের ওপর ইলেকশন কমিশনের কি পদক্ষেপ হবে তা জানতে চেয়েছেন।