দেশ

বিহার বিজেপির পর এবার এবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিজেপির পর এবার তামিলনাড়ুতেও দেওয়া হবে বিনামূল্যে করোনা ভ্যাকসিন। রাজ্যের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে তামিলনাড়ুর পালানীস্বামী সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানীস্বামী ঘোষণা করেছেন করোনার ভ্যাকসিন প্রস্তুত হয়ে গেলে রাজ্যের প্রতিটি মানুষকে বিনামূল্যে টিকাকরণ করা হবে।

এর আগে বিহারে বিজেপির নির্বাচনী ইশতেহারে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ইতিমধ্যেই ওই প্রতিশ্রুতি নিয়ে রীতিমতো বিতর্ক এবং কটাক্ষের বার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিজেপির ওই নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, সরকারি আসার পর করোনাভাইরাস এর বিনামূল্যে টিকাকরণ করা হবে। এরপর বিরোধী দলগুলির তরফ থেকে ‍ এই প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করে একের পর এক প্রশ্ন উত্থাপন করা হয়েছে। কংগ্রেস নেতা শশী থারুর বিজেপির এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করে লিখেছেন,”তুমি আমাকে ভোট দাও, আমি তোমাকে ভ্যাকসিন দেবো।”শশী থারুর এই বক্তব্যের বিরোধীতা করে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মন্তব্যকে ঘুরিয়ে পেচিয়ে ব্যবহার করা হয়েছে। সমস্ত দলই ইস্তেহার প্রকাশ করে। স্বল্পমূল্যে সমস্ত ভারতীয়কে টিকা বন্টন করা হবে। রাজ্য এটি বিনামূল্যে করতে পারে। বিহারে আমরা করব।

Related Articles

Back to top button
error: