ইউক্রেন থেকে উদ্ধার করে আনার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানালেন পাক ছাত্রী

টিডিএন বাংলা ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানালেন পাক ছাত্রী। সূত্রের খবর, পাকিস্তানের আসমা শফিক নামে ওই ছাত্রীকে ভারতীয় দূতাবাসের তরফ থেকে উদ্ধার করা হয় এবং বর্তমানে তিনি পশ্চিম ইউক্রেনের পথে রয়েছেন যেখান থেকে তাঁকে তাঁর দেশে নিয়ে যাওয়া হবে।

ভারতীয় দূতাবাস তাঁকে উদ্ধার করার পর শফিক কিয়েভের ভারতীয় দূতাবাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,”আমি কিয়েভের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এখানে আমাদের সর্বত্র সমর্থন করার জন্য। আমরা একটি কঠিন পরিস্থিতিতে আটকে ছিলাম এবং আমি ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সমর্থন করার জন্য। আশা করি ভারতীয় দূতাবাসের কারণে আমরা নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারব।”