টিডিএন বাংলা ডেস্ক: বুধবার দিল্লির সিংঘু সীমান্তে কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত প্রায় তিন সপ্তাহ ধরে লাগাতার আন্দোলনকারী কৃষকদের সমর্থনে আত্মহত্যা করেছেন শিখ ধর্ম গুরু রাম সিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাঁর মরদেহের কাছ থেকে পাঞ্জাবিতে লেখা একটি চিঠি পাওয়া গেছে যা পর্যালোচনা করে দেখছেন তদন্তকারী অফিসাররা। ওই চিঠিতে বলা হয়েছে ৬৫ বছর বয়সি শিখ ধর্ম গুরু রাম সিং মনে করেছিলেন সরকার আন্দোলনরত কৃষকদের সঙ্গে সুবিচার করছে না।
সোনিপাত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্ণাল জেলার নিসিং এলাকার সিংড়া গ্রামের বাসিন্দা সিংহ নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে বলে তারা একটি ফোন পান।এরপর ঘটনাস্থলে পৌঁছে শিখ গুরু রাম রাম সিংহ কে দ্রুত পানিপথের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ নিহতের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করছে।
এদিকে শিখ ধর্ম গুরু রাম সিংহের মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানোর পরেই তাঁর অনুগামীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিখ ধর্ম গুরুর মরদেহ সিংড়া গ্রামের নানকসার গুরুদ্বারে নিয়ে যাওয়া হবে। সেখানেই উপস্থিত হন তাঁর বিপুল সংখ্যক অনুগামীরা।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শিখ ধর্ম গুরু রাম সিংকে শ্রদ্ধা জানিয়ে একটি টুইট করে লিখেছেন,”মোদী সরকারের বর্বরতা সমস্ত সীমা অতিক্রম করেছে। হঠকারিতা ছেড়ে দিন এবং অবিলম্বে কৃষি বিরোধী আইন প্রত্যাহার করুন”।
करनाल के संत बाबा राम सिंह जी ने कुंडली बॉर्डर पर किसानों की दुर्दशा देखकर आत्महत्या कर ली। इस दुख की घड़ी में मेरी संवेदनाएँ और श्रद्धांजलि।
कई किसान अपने जीवन की आहुति दे चुके हैं। मोदी सरकार की क्रूरता हर हद पार कर चुकी है।
ज़िद छोड़ो और तुरंत कृषि विरोधी क़ानून वापस लो! pic.twitter.com/rolS2DWNr1
— Rahul Gandhi (@RahulGandhi) December 16, 2020
শিরোমনি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল শিখ গুরু রাম সিংয়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।