রাজ্য

কৃষি আইন বাতিল করার দাবিতে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে জাঙ্গীপাড়ায় জনসভা পীরজাদা আব্বাস সিদ্দীকির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল করার দাবিতে চলমান কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে হুগলীর জাঙ্গীপাড়ায় জনসভা করলেন পীরজাদা আব্বাস সিদ্দীকি। এদিন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কোতলপুর অঞ্চল শাখা কমিটির উদ্যোগে আয়োজিত হুগলী জেলার বাহানা বালিপুকুর মাঠের এই জনসভায় জনসমাবেশ ছিলো চোখে পড়ার মতো।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দীকি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির সমালোচনা করে বলেন, এই সরকার পুঁজিপতিদের সরকার এবং কিছু ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা করে দেশের অর্থনীতি ধ্বংস করে চলেছে। অবিলম্বে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারন মানুষকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে। শুধু কেন্দ্রেরই নয়, এদিন রাজ্য সরকারেরও সমালোচনা করেন আব্বাস সিদ্দিকী। অবিলম্বে রাজ্য সরকারকে তাদের অবস্থানকে পরিষ্কার করার দাবি জানান। পাশাপাশি গরীব সংখ্যালঘূ, আদীবাসি, দলিতদের অধিকার নিয়ে হুঙ্কার ও নির্বাচনের লড়াই বার্তা দেন তিনি। আন্দোলনরত কৃষকদের ন্যায্য দাবী যদি না মানা হয় এবং কৃষক বিরোধী আইন প্রত্যাহার না করা হয় আগামীদিনে কলকাতার রাজপথে আন্দোলন করারও বার্তা দেন পীরজ্বাদা আব্বাস সিদ্দিকী। জনসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষক শামসুর আলি মল্লিক, আদীবাসি দলিত নেতা সিমুল সোরেন, আদীবাসি নেতা এডওয়ার্ড হেমব্রম ছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
error: