HighlightNewsদেশ

ত্রিপুরার সরকারি বিজ্ঞাপনে শিয়ালদা উড়ালপুলের ছবি!

টিডিএন বাংলা ডেস্ক : ফের ছবি বিভ্রাট। এবার বিজেপিশাসিত আরেক রাজ্য ত্রিপুরাতে। উন্নয়নের বিজ্ঞাপনে আবারও হাতিয়ার সেই পশ্চিমবঙ্গ! বিপ্লব দেবের সরকারি টুইটার হ্যান্ডেলে যে ছবি দেওয়া হয়েছে, সেটি আদৌ ত্রিপুরার নয়। বরং শিয়ালদা উড়ালপুলের ব্যস্ততম সময়ের ছবি। বিষয়টি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস।

মা উড়ালপুলের পর এবার শিয়ালদা উড়ালপুল। যান চলাচল নিয়ে সতর্কতামূলক প্রচার শুরু করছে ত্রিপুরা সরকার। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ ওই ছবিটি টুইট করে বিপ্লব সরকার। সেই ছবি শনিবার সকাল পর্যন্ত দেখা গিয়েছে। টুইটটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হইচই। তড়িঘড়ি ছবিটি ডিলিট করে প্রশাসন। যদিও ততক্ষণে ওই টুইট ভাইরাল। টুইটারে বিপ্লব দেব সরকারকে তুলোধোনা করেছে জোড়া ফুল শিবির। ঘাসফুল শিবিরের প্রশ্ন, “বিপ্লব দেবের সরকার কি ত্রিপুরায় ভালো রাস্তা তৈরি করতে পারেনি? বিজেপি কীভাবে এই রাস্তাকে ত্রিপুরার বলে দাবি করল? তারমানে কি সরকার কোনও উন্নয়ন করেনি?”

যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে ট্রাম লাইন, নীল রঙের বাস, হলুদ ট্যাক্সি। যা দেখেই পরিষ্কার, এটা কলকাতার ছবি। তৃণমূলের অভিযোগ বিজেপি আসলে টুকলিবাজ। ওদের উচিত নাকখত দিয়ে ক্ষমা চাওয়া।

Related Articles

Back to top button
error: