HighlightNewsরাজ্য

খুঁটি পূজার মাধ্যমে শুরু ২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবসের সভা মঞ্চের প্রস্তুতি

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: প্রতিবারের ন্যায় আজ বুধবার খুঁটি পূজার মাধ্যমে কলকাতায় শুরু করা হল ২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবসের সভা মঞ্চের প্রস্তুতি। এবার শুরু হবে সভার মঞ্চ প্রস্তুতির কাজ। আর মাত্র ১ সপ্তাহ পরেই এই ময়দানে, এই সভা মঞ্চেই অনুষ্টিত হবে ২১শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ দিবস। মূলত ক্ষমতায় আশার পূর্বে তৃণমূলের যে সমস্ত নেতা কর্মীরা নিহত হয়েছেন তাদের স্মরণ করতেই এই ২১শে জুলাই তৃণমূল শহীদ স্মরণ দিবস পালন করে থাকে। প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই সভায়।

এদিন সাংবাদিক সম্মেলনে এই শহীদ স্মরণ দিবস পালনের কারণ হিসাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এই ধর্মতলার বুকে আমরা আমাদের প্রিয় ১৩ জন সহকর্মীকে হারিয়ে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর ভাবে আহত হয়ে ছিলেন। কয়েকশ সহকর্মী আহত হয়ে ছিলেন। কারণ একটাই স্বচিত্র পরিচয় পত্রের দাবিতে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়ে ছিল ১৯৯৩ সালে ২১শে জুলাই। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে শহীদ স্মরণ হয়ে ছিল।”

Related Articles

Back to top button
error: