HighlightNewsদেশ

নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি; সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার কারণে নির্মাণে বাধা

টিডিএন বাংলা ডেস্ক: আজ ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। আজ নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটিশ আমলের পরে এই প্রথমবার নতুন সংসদ ভবনের নির্মাণ হতে চলেছে। নতুন সংসদ ভবন পুরনো সংসদ ভবনের তুলনায় আকারে অনেকটাই বড় এবং এর ডিজাইনও পুরনো সংসদ ভবনের থেকে অনেকটাই আলাদা ভাবে প্রস্তুত করা হচ্ছে। চিরাচরিত গোল গম্বুজ আকারের সংসদ ভবনের পরিবর্তে নতুন সংসদ ভবন তৈরি হবে ত্রিভুজ আকারে। গণতন্ত্রের সবথেকে বড় মন্দির তথা সংসদ ভবনের ভূমি পূজা অনুষ্ঠান সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ছবি টুইটার থেকে।

এদিন দুপুর একটা না একটা থেকে শুরু হয় ভূমি পূজার অনুষ্ঠান। একটি সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজন করা হয়।প্রথমেই হিন্দু ধর্মের রীতি নীতি অনুযায়ী শিলান্যাস অনুষ্ঠান করা হয়। এরপর একে একে বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের নেতৃত্বে সর্বধর্ম প্রার্থনা সভা শুরু হয়। এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি, আবাসন এবং নগর বিষয়ক প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরি, রাজ্যসভার উপ চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ প্রায় ২০০ জন লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি সৌজন্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার টুইটার পেজ।

সংবাদ মাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী, ২০২২ অক্টোবর মাসের মধ্যে নতুন সংসদ ভবন প্রস্তুত করার প্রচেষ্টা করা হচ্ছে যাতে দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে এই নতুন সংসদ ভবনে পার্লামেন্টারি সেশন শুরু করা যেতে পারে। নতুন সংসদ ভবনটি শাস্ত্রী ভবনের পাশেই একটি ফাঁকা জমিতে ৬৪,৫০০ বর্গ মিটার পরিসরে বানানো হচ্ছে। যা পুরনো সংসদ ভবনের তুলনায় ১৭ হাজার বর্গমিটার বড় হবে বলে জানা গেছে। এই নতুন সংসদ ভবন তৈরি করতে প্রায় ৯৭১ কোটি টাকা নিবেশ করা হয়েছে।

ছবি সৌজন্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার টুইটার পেজ।

নতুন সংসদ ভবনের লোকসভার সদস্যদের জন্য ৮৮৮টি আসন এবং রাজ্যসভার সদস্যদের জন্য ৩২৬টিরও বেশি আসন থাকবে। এই নতুন সংসদ ভবনে একসাথে ১২২৪ জন সাংসদের বসার জায়গা থাকবে বলেও জানা গেছে। প্রত্যেক সদস্যের জন্য ৪০০ বর্গফুটের একেকটি দপ্তরও বানানো হবে।

ছবি সৌজন্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার টুইটার পেজ।

নতুন সংসদ ভবনে অত্যাধুনিক সুবিধার পাশাপাশি ভারতীয় সংস্কৃতি এবং শিল্পীদের বিভিন্ন কলাকৌশলও দেখা যাবে। সংবাদ মাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী নতুন সংসদ ভবনকে ভূমিকম্প প্রতিরোধক তৈরি করা হবে। নতুন সংসদ ভবন নির্মাণের কন্ট্রাক্ট টাটা প্রোজেক্টস লিমিটেডকে দেওয়া হয়েছে। যদিও এর নির্মাণ কৌশল বা ডিজাইন প্রস্তুত করেছে এইচসিপি ডিজাইন এবং প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড।

নতুন সংসদ ভবন বানানোর পাশাপাশি এর কাছাকাছি সরকারি ভবন গুলিকে নতুনভাবে নির্মাণ করার পরিকল্পনা ছিল মোদি সরকারের। এই সমস্ত ভবন গুলিকে দিল্লির সেন্ট্রাল ভিস্তা বলা হয়। যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন সংসদ ভবন সহ একাধিক সরকারি ভবনের সমন্বয়ে প্রস্তুত সেন্ট্রাল রিস্তা প্রজেক্টের সমস্ত নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। শীর্ষ আদালতে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্টকে চ্যালেঞ্জ জানানো আবেদনের মামলার সিদ্ধান্ত মুলতুবি রাখা হয়েছে। গত ৫ নভেম্বর এই মামলায় নিজের সিদ্ধান্ত সুরক্ষিত রাখে আদালত। আদালত সেসময় জানায়, এই প্রোজেক্টের জন্য সমস্ত প্রয়োজনীয় আইনের পালন করা হয়েছে কিনা তা বিচার করার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।নতুন সংসদ ভবন এবং অন্যান্য সরকারী ভবন গুলির নির্মাণ প্রক্রিয়া তখনই শুরু হওয়া সম্ভব যখন শীর্ষ আদালতের পক্ষ থেকে এই নির্মাণকার্যে অনুমতি দেওয়া হবে।

 

Related Articles

Back to top button
error: