টিডিএন বাংলা ডেস্ক: লকডাউন চলাকালীন দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তথা গরিব নাগরিকদের অবস্থা প্রসঙ্গে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি কেন্দ্রের মোদি সরকার গরিবদের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। লকডাউনের সময় গরিবদের ঋণ নেওয়ার বিষয় নিয়ে প্রকাশিত একটি খবর উদ্ধৃত করে বৃহস্পতিবার টুইট করে নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন,”মোদি সরকার গরিবদের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে।এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। দেশের উন্নত ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেক শ্রেণীর অধিকারকে সম্মান করতে হবে।”
मोदी सरकार ग़रीबों के मौलिक अधिकार छीन रही है।
ये मानवता के विरुद्ध अपराध है।
देश के बेहतर भविष्य के लिए हमें हर वर्ग के अधिकारों का सम्मान करना ही होगा।#HumanRightsDay pic.twitter.com/aJIne2Ul8L
— Rahul Gandhi (@RahulGandhi) December 10, 2020
নিজের এই টুইটার সাথে রাহুল গান্ধী যে খবর উদ্ধৃত করেছেন ওই প্রতিবেদনে একটি সার্ভের ভিত্তিতে বলা হয়েছে লকডাউনের সময় ১১টি রাজ্যে প্রায় ৪৫ শতাংশ মানুষকে খাবারের জন্য ঋণ গ্রহণ করতে হয়েছে।