রাজ্য

বাংলার বিশিষ্ট লেখিকা হাফসা খাতুনের মৃত্যু, শোকজ্ঞাপন বিশিষ্টজনদের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: প্রয়াত হলেন বাংলার বিশিষ্ট লেখিকা হাফসা খাতুন। বুধবার রাতে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। হাফসা খাতুনের ইন্তেকালে শোকজ্ঞাপন করেছেন বিশিষ্টজনেরা। এক শোক বার্তায় জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক বলেন, মহিলাদের মধ্যে ইসলামী চেতনা বৃদ্ধি ও মহিলা সংগঠনকে মজবুত করার জন্য নিরলস ভাবে কাজ করে গিয়েছেন তিনি। মুহতারামা হাফসা খাতুন পশ্চিমবঙ্গের জামাআতে ইসলামি হিন্দের মহিলাদের মধ্যে প্রথম সারির কর্মী ও দায়িত্বশীলা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সমস্ত ভালো আমল সমূহ কবুল করে গুনাহ খাতা মাফ করে দিন ও তাই পরিবারকে সবর দান করুন ও আন্দোলনকে তাঁর নে’মাল বাদাল দান করুন।” এদিকে হাফসা খাতুনের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বিশিষ্ট লেখক এম এ হান্নান, নাবিক পত্রিকার সম্পাদক মাস্টার আমিনুল ইসলাম থেকে শুরু করে বিদ্দ্বজনেরা। উল্লেখ্য, হাফসা খাতুন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার চাচন্ড গ্রামের বাসিন্দা। আদৌতে চাচন্ড গ্রামের হলেও পরে সপরিবারে কলকাতায় বসবাস করতে শুরু করেন তিনি। সারাজীবন ইসলামের খেদমত করে গেছেন হাফসা। লিখেছেন তিনটি গ্রন্থও।

Related Articles

Back to top button
error: