দেশ
ফের উত্তরপ্রদেশে এক দলিত তরুণীকে গণধর্ষণ,গ্রেপ্তার দুই
টিডিএন বাংলা ডেস্ক: হাথরাসের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তরপ্রদেশে এক দলিত তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ। বুধবারই বলরামপুরে মৃত্যু হয়েছে ২২ বছরের ধর্ষিতা ওই তরুণীর। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বলরামপুরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট রঞ্জন বর্মাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, মঙ্গলবার কাজ থেকে বাড়ি ফেরেননি ওই যুবতী। খোঁজাখুজির পরেও মেলেনি সন্ধান। গভীর রাতে অচৈতন্য অবস্থায় একটি রিক্সায় করে বাড়ি ফিরতেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তার। এদিকে মেয়েটির মা স্পষ্টতই অভিযোগ করে বলেছে, আমার মাকে ধর্ষণ করার আগে কোনও ইঞ্জেকশান দেওয়া হয়েছিল। মেরে তাঁর পা ভেঙে দেওয়া হয়। আর দাঁড়াবার ক্ষমতা টুকুও ছিল। মৃত্যুর আগে অসম্ভব যন্ত্রণায় আমি বাঁচব না বলেও চিৎকার করেছিল সে।