দেশ
বিহারের রাজধানী পাটনায় মর্নিং ওয়াকে বেরিয়ে খুন হলেন বিজেপি নেতা
টিডিএন বাংলা ডেস্ক: বিহারের রাজধানী পাটনা বিজেপির জয়ন্ত মন্ডল এর সহ-সভাপতি রাজেশ কুমার ঝা ওরফে রাজু বাবা মর্নিং ওয়াকে বেরিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। দু’দিন আগেই বিজেপিতে শামিল হয়েছিলেন রাজেশ কুমার ঝা। বেওর থানার অন্তর্গত সীতারাম উৎসব হলের কাছে সকাল ছটা নাগাদ মুখোশ পরিহিত দুই দুষ্কৃতী বাইক চালিয়ে এসে রাজেশ কুমার ঝায়ের মাথায় রগ বরাবর গুলি মেরে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান রাজেশ কুমার ঝা। এই খবর প্রকাশে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। শুরু হয়ে গিয়েছে তদন্ত।