গাজায় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে খোদ ইসরাইলেই বিশাল বিক্ষোভ, যুদ্ধ নয় শান্তি আলোচনার মাধ্যমে বন্দিদের মুক্ত করার আহ্বান বিক্ষোভকারীদের
টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল সরকারের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ও গাজায় নির্মম হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে খোদ ইসরাইলেই অনুষ্ঠিত হল এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এদিনের এই বিক্ষোভ থেকে যুদ্ধ নয় শান্তি আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি থাকা ইসরাইলিদের অবিলম্বে মুক্ত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি এদিন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিও ওঠে বলে খবর। সরাসরি ইসরাইলের রাজধানী তেল আবিবেই এই ধরনের বিশাল বিক্ষোভ মিছিলে নিঃসন্দেহে চাপে পড়ছে নেতানিয়াহু সরকার।
ইসরাইলি গণমাধ্যমের খবর অনুসারে, গতকাল (রোববার) শত শত মানুষ তেল আবিবের যুদ্ধ মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করে। এসব বিক্ষোভে অংশ নেয়া লোকজন হামাসের হাতে বন্দী থাকা ইহুদিদেরকে ফিরিয়ে আনার দাবি জানায়। একই সাথে তারা যুদ্ধবাজ নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে। চলমান সংঘাত শুরুর পর থেকেই ধারণা করা হচ্ছিল- ইসরাইলের ভেতরে নেতানিয়াহুর পদত্যাগের দাবি উঠবে।
গত ৭ অক্টোবর হামাস ও জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধকামী সংগঠন ইসরাইলের ভেতরে ইতিহাসের সেরা ও সফল অভিযান চালায়। সে সময় প্রতিরোধ যোদ্ধারা আড়াইশ ব্যক্তিকে বন্দী করে নিয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু বিদেশী নাগরিকও রয়েছে। অবশ্য, এরইমধ্যে কয়েকজনকে মুক্তি দেয়া হয়েছে।