HighlightNewsদেশ

পরীক্ষার সময় ছাত্রীরা হিজাব পরতে পারবেন, জানিয়ে দিলেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: পরীক্ষা দেওয়ার সময় ছাত্রীরা হিজাব পরতে পারবেন, গত রবিবার এক ঘোষণায় এই কথা জানিয়েছেন, কর্ণাটকের উচ্চশিক্ষা মন্ত্রী এমসি সুধাকর। তিনি হিজাব পরেই প্রার্থীদের সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছেন। এমন খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

এই প্রসঙ্গে সুধাকর বলেন, যে মাথার স্কার্ফ পরতে অনুমতি না দেওয়া ব্যক্তির অধিকার লঙ্ঘন করবে। ২৮ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার আগে এই সিদ্ধান্ত ঘোষণা করার ফলে খুশি মুসলিমরা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে, পূর্ববর্তী ভারতীয় জনতা পার্টি সরকার একটি আদেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে কর্ণাটক হাইকোর্ট এই নিষেধাজ্ঞা বহাল রেখে বলে যে, হিজাব ইসলামে অপরিহার্য অনুশীলন নয়। পূর্ববর্তী বিজেপি সরকারের এই ঘোষণা ও কর্ণাটক হাইকোর্টের এই রায় বিশ্বব্যাপী সমালোচনার সম্মুখীন হয়। এই নিষেধাজ্ঞার ফলে সরকারী প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী পড়া ছেড়ে দিয়েছেন।

Related Articles

Back to top button
error: